Wellcome to National Portal

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান-পাট/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।  এসি ব্যবহার পরিহার করুনএকান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রী সেলসিয়াসে রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মোটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিং  মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।  


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাপবিবোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিনের রাজবাড়ী পবিস পরিদর্শন।
বিস্তারিত

অদ্য বাপবিবোর্ড এর মাননীয় চেয়ারম্যান মহোদয় রাজবাড়ী পবিস পরিদর্শন করেন।তিনি পবিসের অভিযোগ কেন্দ্র,সাব-স্টেশন, স্টোরসহ ক্যাম্পা্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সমিতির কর্মকর্তাদের সঙ্গে সমিতির বোর্ড রুমে বিশেষ আলোচনা সভায় অংশ গ্রহণ করে অফিস ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা, সেচ সংযোগ বেগবান করা, দূর্নীতি প্রতিরোধ, চলমান লোডশেডিং মোকাবিলা, গ্রাহক গণের সাথে সদাচার করা,জ্ঞান অর্জন করা,সততার সাথে কাজ করা, কর্মকর্তাদের ইনোভেটিভ হওয়া,সিস্টেম লস আরো কমানো, বাপবিবোর্ডের এবং পবিসের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সর্বদা সচেতন থাকাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ।তিনি পবিসের সমসাময়িক চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। চেয়ারম্যান মহোদয় পবিস ক্যাম্পাসের রেস্ট হাউজের পাশে একটি আম্রপালি গাছের চারা রোপন করেন। অত্র পবিসের সার্বিক কর্মকান্ডে চেয়ারম্যান মহোদয় সন্তোষ প্রকাশ করেন।এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় (ফরিদপুর জোন), চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, নির্বাহী প্রকৌশলী সহ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/10/2022
আর্কাইভ তারিখ
31/12/2023