Wellcome to National Portal

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান-পাট/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।  এসি ব্যবহার পরিহার করুনএকান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রী সেলসিয়াসে রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মোটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিং  মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।  


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি আপনার সেবার নিয়োজিত।এখানে আপনি যেসব সেবা পাবেন তার একটি নমুনা তালিকা নিম্নরুপঃ


রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি আপনার সেবার নিয়োজিত।এখানে আপনি যেসব সেবা পাবেন তার একটি নমুনা তালিকা নিম্নরুপঃ

১। নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান সংক্রান্ত তথ্য প্রদান। 

২। বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান ।

৩। লাইন নির্মাণ সংক্রান্ত তথ্য প্রাপ্তি।

৪। মিটার সংযোগ /বিচ্ছিন্ন করণ সংক্রান্ত অভিযোগ সমাধান।

৫। লোকবল নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান।

৬। সেচ সংযোগের তথ্য সরবরাহ।

৭। শিল্প সংযোগ সংক্রান্ত তথ্য সরবরাহ।

৮। সংযোগকৃত গ্রাহকের চাহিত তথ্য প্রদান।

৯। এক অবস্থানে সেবা প্রদান।

১০। বিদ্যুৎ বিল গ্রহণ।

১১। সেচ ও শিল্প  সংযোগের জামানত গ্রহণ।

১২। অনলাইনে পরিশোধির বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান।

১৩। অনলাইন কানেকশনের ক্ষেত্রে উদ্ভূত যে কোন সমস্যার সমধান প্রদান। 

১৪। লোডশেডিং সংক্রান্ত তথ্য প্রদান।

১৫। গাছ-পালা কাটতে।

১৬। ডুপ্লিকেট বিলের প্রয়োজন।

১৭। মিটার পরীক্ষা করতে।

১৮। মিটার বেশী ঘুরে।

১৯। মিটার সকেট পুড়ে গেলে।

২০। মিটার এর লীড সীল ভাঙ্গা।

২১। মিটারের ব্লু সীল চুরি হওয়া।

২২। বিদ্যুৎ বিল বেশী করা হওয়া।।২৩। মিটার ভেঙ্গে গেলে।

২৪। সার্ভিস তার পুড়ে গেলে।

২৫। লোড ছাড়াও মিটার ঘুরলে।

২৬। মিটার না ঘুরলে।

২৭। সংযোগ বিচ্ছিনকরণ/পুনঃসংযোগ গ্রহণ করতে।

২৮। বকেয়ার পরিমাণ জানতে।

২৯। ওয়্যারিং পরিদর্শন করতে।

৩০। বিল পাওয়া না গেলে।

৩১। সমীক্ষা ফী দেওয়া সত্ত্বেও সমীক্ষা না হলে।

৩২। ট্রান্সফরমার স্থাপন/অপসারণ।