Wellcome to National Portal

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান-পাট/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।  এসি ব্যবহার পরিহার করুনএকান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রী সেলসিয়াসে রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মোটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিং  মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।  


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Inspection of Irrigation
Details

সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সেচ পাম্পসমূহ রাত  ১১ঃ০০টা  থেকে পরের দিন ০৭ঃ০০টা পর্যন্ত চালানোসহ সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করার সিদ্ধান্ত  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক গৃহীত হয়েছে।তারই ধারাবাহিকতায় অদ্য ১৮-০৩-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জনাব মোঃসোহেল রানা,প্রোগ্রামার,তথ্য ও প্রযুক্তি শাখা,বিদ্যুৎ বিভাগ,বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রাজবাড়ী পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিভিন্ন সেচ সংযোগ পরিদর্শন করেন এবং সমিতির বোর্ড কক্ষে অত্র অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সেচ সংযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সেচ গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময়ে তার সাথে  সেচ সংযোগ পরিদর্শনে  উপস্থিত ছিলেন অত্র সমিতির সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব মোঃ মফিজুর রহমান,ডিজিএম(টেকনিক্যাল) জনাব শিফাজ উদ্দীন মল্লিক,এজিএম(অর্থ) জনাব মোঃকামারুজ্জামান,এজিএম(এমএস) জনাব মোঃআব্দুল বাসেত,এজিএম(ইএন্ডসি) জনাব আব্দুল্লাহ-আল-মামুন সহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

Attachments
Publish Date
11/03/2023
Archieve Date
31/03/2024