Wellcome to National Portal

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮ টার পর দোকান-পাট/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।  এসি ব্যবহার পরিহার করুনএকান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রী সেলসিয়াসে রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মোটর,ইস্ত্রী,ওভেন,সেচ পাম্প,লন্ড্রী,ওয়েল্ডিং  মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ,ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।  


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Senior General Manager Joined At Rajbari PBS
Details

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি তার জন্মলগ্ন থেকে এই প্রথম সিনিয়র জেনারেল ম্যানেজার পেল।অদ্য ১২ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দে জনাব মোঃমকবুল হোসেন অত্র পবিসে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেন।এরপূর্বে তিনি কুমিল্লা পবিস-১ এ কর্মরত ছিলেন।অত্র পবিসে যোগদানের উদ্দেশ্যে তিনি গত ১১ জুলাই ২০২৩ তারিখে অত্র সমিতিতে পৌছান এবং সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।তাঁর সুযোগ্য নেতৃত্ব, রাজবাড়ী পবিস আগামীর দিনগুলোতে উত্তরোত্তর উন্নতি ও গ্রাহক সেবায় আরো অগ্রগামী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Images
Attachments
Publish Date
12/07/2023
Archieve Date
12/07/2024